Sylhet Government Pilot High School

Sylhet Government Pilot High School

This is one of the popular school in Sylhet, not only popular but also oldest. Most of the student like this school because of its popularity and good educational system. Even lots of the student come from different district. The passing rate of this school is very high. This is the first established high school of what is now Bangladesh in 1836.

১৮৩৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি সুদীর্ঘ দু’শ বছর ধরে এদেশের শিক্ষা ও সংস্কৃতি জগতে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান হিসাবে এগিয়ে চলেছে কালের যাত্রায়। তৎকালীন ব্রিটিশ ভারতে ইংরেজি শিক্ষা  বিস্তারের লক্ষ্যে মিশনারী মিঃ এডামের পরমর্শে ১৮৩৫ খ্রিস্টাব্দে কলকাতায় শিক্ষা কমিটি গঠিত হয়।মূলত এসময় লর্ড ম্যাকলের আধুনিক শিক্ষানীতি বাস্তবায়নের অংশ হিসাবেই এ কমিটি বাংলা অঞ্চলের প্রতিটি জেলায় একটি করে হাই্স্কুল স্থাপন করার প্রস্তাব দেয়। এ প্রস্তাব বাস্তবায়নে গৃহীত পদক্ষেপের ফলে সিলেটে প্রতিষ্ঠিত সরকারি প্রবেশনারি স্কুলটিই বর্তমান সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। ১৮৩৬ থেকে ১৮৪৯ খ্রিস্টাব্দ পর্যন্ত অতি অল্প সংখ্যক ছাত্র নিয়ে স্কুলটির কার্য়ক্রম চলতে থাকে। একটি তথ্যে দেখা যায় ১৮৪১ খ্রিস্টাব্দে এর ছাত্র সংখ্যা ছিল মাত্র ৭৪ জন।

১৯৯১ সাল থেকে পূর্ণাঙ্গ দুইটি শিফটে (প্রভাতী ও দিবা) একজন প্রধান শিক্ষক ও দুইজন সহকারি প্রধান শিক্ষকসহ ৫৪ জন শিক্ষক/শিক্ষিকা নিয়ে চলছে বিদ্যালয়টির কার্যক্রম। এ বিদ্যালয়ের অনেক ছাত্র তাঁদের যোগ্যতায় দক্ষতায় দেশে বিদেশে সুনাম ও পরিচিতি লাভ করে আসছে।একাধিক বার মাধ্যমিক পর্যায়ে দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শীর্ষস্থান লাভ করে পুরস্কার পেয়েছে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। আগামীতে ও সবার প্রচেষ্টায় এবং সহযোগীতায় ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুন্ন রেখে উত্তরোত্তর বৃদ্ধি পাবে তা সকলের।

College code / EIIN / EMIS Code is 130400

  • Area: Turukbag, Gopalganj
  • District: Sylhet
  • Division: Sylhet
  • Country: Bangladesh
  • Phone: 0821-716382
  • Mob: 0821-716382
  • Founded: 1836
  • Now Principal: Md. Kabir Khan
  • Website: www.sylgovpilothss.edu.bd
  • Number of the student: 2500