This is one of the largest colleges in Bogra, This is a very popular college in Sukhanpukur Bogra. This is a famous college for a medium type of Student. The Education system is different from another educational platform.
EMIS CODE is 119548
- Area: Sukhanpukur, Gabtoli
- District: Bogra
- Division: Bogra
- Country: Bangladesh
- Phone: 01712942223
- Mob: +88001718825982
- E-mail: sacollege70@gmail.com
- Website: www.sacollegebogra.edu.bd
জনাব আলহাজ্ব সৈয়দ আহম্মদ তাঁর জীবদ্দশায় এলাকার গরীব জনসাধারণের উচ্চশিক্ষা বিস্তারের জন্য ১৯৫৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য (এম. এল. এ) থাকা কালীন দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও ১৯৫৮ সালে সামরিক শাসন জারির কারণে আপ্রাণ চেষ্টা সত্ত্বেও কলেজ প্রতিষ্ঠায় সফলকাম হতে পারেননি।
পরবর্তিতে পুনরায় কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণকালে হঠাৎ ১৯৬৮ সালের ১২ ডিসেম্বর (২১ রমজান) তিনি পরলোক গমন করেন। তাঁর সুচিন্তা ও অত্র এলাকার জনসাধারণের সন্তান-সন্ততিদের উচ্চশিক্ষা লাভের সুযোগ বাস্তবায়নের জন্য মরহুম সৈয়দ আহম্মদ সাহেবের পত্নী আয়েশা খাতুন এবং মরহুমের সুযোগ্য সন্তান মরহুম আহম্মদ জগলুল, আলহাজ্ব মোঃ নজবুল হক, আলহাজ্ব মোঃ শহিদুল হক এবং অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তি মরহুম শামসুল আলম সরকার, মরহুম আহমদ আলী সরকার, মরহুম আহসান উল্লাহ সরকার, মরহুম ডা. আলীম উদ্দিন প্রাং, মিসেস লতিফা সরকার, মরহুম দবির উদ্দিন প্রাং, মরহুম গোলাম উদ্দিন আকন্দ, মরহুম ডা. মিনহাজ উদ্দিন মন্ডল, মরহুম মোফাজ্জল হোসেন মন্ডল, মরহুম শহিদুল আলম (জুবলু), মোঃ মাহবুবুল হক মন্ডল, মোঃ মাহফুজুল হক মন্ডল, জনাব সালাহ উদ্দিন আহম্মদ, মরহুম সালেক উদ্দিন আহম্মদ, মরহুম খায়রুল আনাম সরকার, মরহুম ফজলুল করিম মন্ডল, মরহুম মাহতাব উদ্দিন সরকার, মরহুম আলহাজ্ব ওসমান গনি মাষ্টার, মরহুম আফজাল হোসেন পাইকার, মরহুম রেজাউদ্দিন আহম্মদ, স্বর্গীয় বিপুলেশ চন্দ্র সরকার, মোঃ জাহাঙ্গীর আলম (রিপু), মোঃ ফজলার রহমান (চাঁন) এবং অন্যান্য ব্যক্তিবর্গের সমবেত প্রচেষ্টায় মরহুম সৈয়দ আহম্মদ সাহেবের স্মৃতিধারক “সৈয়দ আহম্মদ কলেজ” নামে একটি উচ্চ মাধ্যমিক কলেজ ১৯৭০ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়।
Syed Ahmed college Bogra map