Naogaon govt college

Naogaon govt college

Naogaon Government College is a public educational institution based in Naogaon District, Bangladesh. It was established in 1962 with 300 students and currently serves about 17,000. It is situated at the north-east part of Naogaon and is authorized by the National University.

নওগাঁ সরকারি কলেজের জন্মবেদনা সূচিত হয় ১৯৫৯ খ্রি:। তৎকালীন মহকুমা প্রশাসক জনাব আব্দুল বাতেন ই.সি.পি. এস. নওগাঁ শহরের উত্তর প্রান্তে এই কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কলেজের পরিকল্পনা বাস্তবায়িত হয় ক্লান্তকর্মী মহকুমা প্রশাসক আব্দুর রব চৌধুরীর প্রচেষ্টায়। ১৯৬২ খ্রি: স্থানীয় জনসাধারণের অর্থানুকূল্যে ৩ বছর মেয়াদী স্নাতক কোর্সের ভিত্তিতে একটি ডিগ্রী কলেজ প্রতিষ্ঠিত হয়। কিন্তু ছাত্র সমাজের দাবির প্রেক্ষিতে সরকার কর্তৃক স্নাতক কোর্সটি ৩ বছর করার পরিকল্পনা কিছুদিনের মধ্যেই বাতিল হয় এবং এর কিছু পরে এর সঙ্গে যুক্ত হয় ইন্টারমিডিয়েট কোর্স। ১৯৮০ খ্রি: তে বি.এম.সি. কলেজসহ ডিগ্রী কলেজকে যৌথভাবে সরকার আত্তীকরণ করে; এর বর্তমান নাম নওগাঁ সরকারি কলেজ। ১৯৯৬ খ্রি: নওগাঁ সরকারি কলেজে প্রথম ১০ টি বিষয়ে অনার্স ও ৯টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু হয়। এর আয়তন- ১১ একর।

College code / EMIS Code is 2401

  • Area: Araisprasad, Naogaon, Bangladesh
  • District: Naogaon
  • Division: Rajshahi
  • Country: Bangladesh
  • Phone: 01713778002
  • Mob: +8801726351242
  • E-mail: principalngc62556@gmail.com
  • Website: www.naogc.edu.bd
  • Founded: 1962