Moinot ghat dohar dhaka – মৈনট ঘাট, দোহার

Moinot ghat dohar dhaka

Moinot ghat is a mini Coxsbazar in Dohar Dhaka. It is one of the beautiful tourist places. This is up-growing tourist place. This is Padma river beach, so you can find fresh Ilish fish at a reasonable price. So, You can go to Moinot ghat any time. This is a very easy way to go Moinot ghat.

মৈনট ঘাট কোথায়… Where is Moinot Ghat…

ঢাকার অদূরে বাবুবাজার ব্রীজের রোড ধরে সোজা চলে আসলে নবাবগঞ্জ এ পৌঁছাবেন। নবাবগঞ্জ পাড়ি দিয়ে একটু সামনে ডানে গেলে পাবেন কার্তিকপুর। কার্তিকপুর বাজার থেকে রিকশা নিলে ২০ টাকায় মৈনট ঘাট, পদ্মা নদীর ঠিক পাড়ে। এটাকে বাংলাদেশের মিনি কক্সসবাজার বলা হয় এটার অপরূপ সৌন্দর্য দেখে। এখানে গেলে আপনার টাসকি লেগে যাবে। জেলেরা তাজা ইলিশ মাছ ধরছে, চাইলে আপনি তাজা ইলিশ কিনে আন্তে পারেন।

কিভাবে যাবেন… Travel guide…

* আপনার অবস্থান >> গুলিস্থান, ঢাকা (ভাড়া – সর্বোচ্চ ৫০ টাকা বাসে)

* গুলিস্থান >> মৈনট ঘাট, দোহার (ভাড়া – সর্বোচ্চ ৯০ টাকা বাসে ভায়া যমুনা পরিবহন)

অথবা

*গুলিস্থান >> কার্তিকপুর বাজার (ভাড়া – সর্বোচ্চ ৯০ টাকা বাসে ভায়া নগর পরিবহন + ২০ টাকা রিক্সা ভাড়া)

Moinot Ghat map: